চট্টগ্রাম,বর্তমানকণ্ঠ ডটকম: চট্টগ্রামে বড় মিয়া গার্মেন্টস ফ্যাশন নামের একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর খাতুনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর বিশু দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ৫ টি গাড়ি প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।