সিলেট,বর্তমানকণ্ঠ ডটকম: সিলেটে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার (১০জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেট আদালত প্রাঙ্গণে নাম ফলক উন্মোচনের মাধ্যমে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলো হচ্ছে- সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ৫নং বার হল ভবন, সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দিপন’, শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্স, সিটি করপোরেশনের নির্মিত ৪টি সড়ক, সংস্কৃত কলেজের নতুন ভবন, পিডিবি-১ এর ভবন, লাক্কাতুড়া হাইস্কুল, বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাব স্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন, রাখালগুল প্রাথমিক বিদ্যালয় ও জৈনকারকান্দি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন।
উদ্বোধন করা এসব প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। উদ্বোধন শেষে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী।
এদিকে, দুপুর ১২টায় মিরাবাজারে কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সৈয়দা সাহার বানু চৌধুরী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বিকেল ৩টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ক্যথল্যাব-এর উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেবেন অর্থমন্ত্রী।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে অর্থমন্ত্রীর।