নিজস্ব প্রতিবেদক,বর্তমানকন্ঠ ডটকম: রাজধানীর দারুসসালাম এলাকায় মায়ের হাতে খুন হওয়ায় দুই শিশুর লাশ গ্রহণ করেছে তাদের মামা মো: ইসরাফিল। বুধবার (১১ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে মা আনিকা ও তার দুই শিশু সন্তান শামীমা এবং আব্দুল্লাহর মৃতদেহ গ্রহণ করেন তিনি।
তাদের মৃতদেহগুলো দাফনের জন্য গ্রামের বাড়ি নওগাঁ সদরে নিয়ে যাওয়া হবে বলে জানান ইসরাফিল। এর আগে তাদের ময়নাতদন্ত সম্পূর্ণ করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সি বিভাগের অধ্যাপক ডা: প্রতিক বিশ্বাস। ধারালো অস্ত্রের আঘাতেই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ৩টার দিকে রাজধানীর দারুসসালাম ছোট দিয়াবাড়ি এলাকায় শিশু শামীমা ও ছেলে আব্দুল্লাহকে হত্যার পর আনিকা নামের এক মা আত্মহত্যা করেন ।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি/ তদন্ত) ফারুকুল ইসলাম ব্রেকিংনিউজকে বলেন, দুই শিশু সন্তানকে হত্যার পর মা নিজেই আত্মহত্যা করেছেন। স্থানীয়দের দেয়ার খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে। আর মা আনিকার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া।