নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।
একইসঙ্গে ৫ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটের অনুলিপিও আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। রবিবার মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্য তালিকার প্রথমে রাখা হয়েছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি গেজেট-সংক্রান্ত জটিলতা নিরসনে আদালতের কাছে ৪ সপ্তাহ সময় আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।এর আগেও গত ২ জানুয়ারি অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলেন।
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের ক্ষেত্রে আদালতের কাছ থেকে কয়েক দফা সময় নিয়েছে সরকার। সর্বশেষ ১ ডিসেম্বর আপিল বিভাগ গেজেট প্রকাশ করতে রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহ সময় দেন।
এরপর নির্ধারিত তারিখেও গেজেট প্রণয়ন না হওয়ায় ৮ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে তলব করে আদালত। এ প্রেক্ষিতে তারা ২ জানুয়ারি আদালতে হাজির হন।