নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় হকাররা বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের বিপুলসংখ্যক সদস্য নিয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুশ সোয়েব এই অভিযান চালাচ্ছেন।
এর আগে গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় কোনো হকার বসতে দেয়া হবে না বলে ১১ জানুয়ারি ঘোষণা দেন মেয়র ।