স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: সব শঙ্কাকে দূরে ঠেলে ইমরুল কায়েস হাসপাতাল থেকে হোটেলে ফিরে এসেছেন। এক্স-রে রিপোর্টও ভালো। এক্সরেতে কোনো ধরণের ইনজুরি ধরা পড়েনি। ম্যানেজার সাব্বির সংবাদ মাধ্যমকে জানান, ইমরুলের এক্স-রেতে কোন জটিলতা নেই।
এর আগে ইমরুলের চোট প্রসঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম খেলা শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ম্যাচে রান নিতে গিয়ে ইমরুল কায়েস তার বাম উরুতে চোট পেয়েছেন। চোটটি উরুর সংযোগের কাছে। তাকে ওয়েলিংটন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্যে নেওয়া হয়েছে।’
‘সেখানকার এক্সরেতে গুরুতর সমস্যা পাওয়া যায়নি। তবে তার চোটের প্রকৃত অবস্থা জানতে আলট্রাসনোগ্রামসহ আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এমআরআই রিপোর্টের পর তার প্রকৃত অবস্থা জানা যাবে। আর মুশফিক আগামীকাল ম্যাচে ফিরে আসবেন এবং ব্যাট করবেন।’
আজকে চতুর্থ দিনে বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে ওয়াগনারের বলে তামিম ব্যাট করে রানের জন্য দৌড়ালেন। আপর প্রান্ত থেকে দৌড়ালেন ইমরুলও। ফিল্ডার সান্টনার বল থ্রো করে স্ট্যাম্পে ছুঁড়লেন, আউট হওয়া থেকে বাঁচতে ড্রাইভ দিলেন ইমরুল কায়েস। তবে আউট হওয়া থেকে বাঁচলেও বাঁচতে পারেননি ইনজুরি থেকে।
পরে বাংলাদেশ দলের ফিজিও সাথে সাথে মাঠে ঢুকেন। পরিস্থিতি বুঝে ডাকা হয় অ্যাম্বুল্যান্স। হাসপাতালে নেয়া হয় ইমরুলকে। এর আগে বদলি কিপার হিসেবে ৫টি ক্যাচ নিয়ে ইতিহাসই গড়েছেন ইমরুল। টেস্ট ইতিহাসে এই প্রথম বদলি কোনও কিপার এতগুলো ক্যাচ নিলেন।