অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর প্রধান পরিদর্শক মো. শামসুজ্জামানকে উড়ো চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে রবিবার বিকেলে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
থানা ও বিআরডিবি অফিস সূত্রে জানা যায়, প্রধান পরিদর্শক শামসুজ্জামানের গ্রামের বাড়ি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের রামাগাড়ী গ্রামে। রোববার সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে একটি চিঠি দেখতে পান শামসুজ্জামান। চিঠিতে প্রেরকের কোন নাম ঠিকানা নাই। সেখানে তার কাছ থেকে ২৪ ঘন্টার মধ্যে ১ লাখ টাকা চাঁদা দাবী করে দাবীকৃত টাকা পাশ্ববর্তী শাহীনের পরিত্যক্ত বারান্দায় রাখতে বলা হয়েছে। যথাসময়ে দিতে ব্যর্থ হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শামসুজ্জামানের বাড়ির লোকজন আতংকগ্রস্থ হয়ে পড়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামলী রাণী কুন্ডু বলেন, বিষয়টি নিয়ে আমরাও দুঃচিন্তার মধ্যে আছি। ওই চিঠি এবং ডিডি’র কপি ইউএনও স্যার বরাবর দাখিল করে শামসুজ্জামানের নিরাপত্তা জোরদার করার আবেদন করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ওসি আরও বলেন কে বা কাহারা ভয় দেখানোর জন্য এই ধরণের উড়ো চিঠি দিতে পারে। তবে তিনি ওই কর্মকর্তাকে রাতে এবং একা চলা-ফেরা না করার পরামর্শও দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত ফারজানা জানান, বিষয়টি উদ্বেগজনক, পুলিশকে রহস্য উদঘাটনের জন্য জোড় তদন্ত চালানোর জন্য বলা হয়েছে।