নরসিংদী,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার রায়পুরার চরাঞ্চল নিলক্ষা দড়িগাও বাউল গানের আসরকে কেন্দ্র করে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জালাল ও সামসু নামে দুইজন গুলিবিদ্ধ সহ কমবেশি ১০জন আহত হয়েছে। আজ রোববার সাড়ে ৪টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাও শুটকিকান্দি গ্রামে এঘটনা ঘটে। সংঘর্ষে এস,আই রইছ উদ্দিন সহ ৫ জন পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউর রহমান। তাদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাযায়, রায়পুরা উপজেলার নিলক্ষায় ইউনিয়নের দড়িগাও গ্রামে আব্দুল খালেক শাহ্’র ওরস উপলক্ষে বাউল গানের আসরের আয়োজন করেন স্থানীয় লোকজন তার ভক্ত অনুসারীরা। এদিকে নিলক্ষার দুইদল গ্রামবাসীর মধ্যে দীর্ঘ দিন যাবৎ সংঘর্ষ চলে আসার কারনে বাউল গানের আসরের অনুমতি দেননি পুলিশ। কিস্তু স্থানীয় লোকজন পুলিশি বাধা উপেক্ষা করে বাউল গানের আসরের আয়োজন করেন। এতে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ গ্রামবাসীর উপর লাঠিচার্জ করে। পরে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি চালায়। এসময় পুলিশের গুলিতে সামসু মিয়া ও জালাল মিয়া নামে দুই জন গুলিবিদ্ধ হয়। আহত হয় কমবেশি ৮ জন। এসময় উত্তেজিত গ্রামবাসী তিন পুলিশ সদস্যকে আটক করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে ।
উল্লেখ্য গত কয়েকমাস যাবৎ রায়পুরার নিলক্ষায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। ওই সংঘর্ষে ৫ গ্রামবাসী নিহত হয়। রায়পুরা থানার ওসি ও ৫ পুলিশ সদস্য সহ কমবেশি দুই শতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে উপজেলা প্রশাসন অনিদিষ্ট কালের জন্য নিলক্ষায় গ্রামে ১৪৪ ধারা জারি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিউর রহমান জানান, সংর্ঘর্ষ প্রবন এলাকায় ওরসের নামে বাউল গান চালানোর চেষ্টা করে। এতে পুলিশ বাধা দিতে গেলে উশৃঙ্খল এলাকাবসী টেটা ও দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর হামালা চালায়। এতে পাঁচ পুলিশ আহত হয়। পরে পুলিশ রবার বুলেট ছুড়লে এলাকাবাসী ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে এলাকাটি অরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ছে। পরিস্তিতি নিয়ন্ত্রনে রয়েছে।