ভোলা,বর্তমানকণ্ঠ ডটকম: জেলা সদরের ঘুইংগারহাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মাহবুবা (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ১ টায় ভোলা টু চরফ্যাশন আন্তঃজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহবুবা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরগুমানী গ্রামের বাসিন্দা হাফেজ আবুল মো. কাসেমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এদিকে স্কুলছাত্রী মাহবুবা নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সাড়ে ১২টা থেকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। তারা শিশু হত্যার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করতে থাকে। উত্তেজিত জনতা ওই সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। অপরদিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখায় ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, দুপুরে স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল শিশু মাহবুবা। পথে ঘুইংগারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এরপর স্থানীয়রা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।