পাবনা,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার সাথিয়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত ও র্যাবের দুই কর্মকর্তা আহত হয়েছেন।
সোমবার (১৬ জানুয়ারি) ভোরে উপজেলার হলুদগড় এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বিনা রানী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত সন্ত্রাসীর পরিচয় জানা যায় নি।
ঘটনাস্থল থেকেএকটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বেশি কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছেবলে জানান র্যাবের এই কর্মকর্তা।