গাজীপুর,বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের হায়দরাবাদ এলাকায় রেল লাইনের পাশ থেকে এক মালয়েশিয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সফিকুল ইসলাম সিরাজগঞ্জের মাইঝাইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে। স্থানীয়দের ধারণা, সফিকুলের সর্র্বস্ব কেড়ে নেয়ায় বাধা দেয়ায় ছিনতাইকারীরা তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। টঙ্গী রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ এএসআই দেলোয়ার হোসেন জানান, মালয়েশিয়া প্রবাসী সফিকুল ইসলামের মরদেহ গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকার রেল লাইনের পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাত এবং একটি পা ভাঙ্গা রয়েছে। তাকে ছিনতাইকারীরা রেল থেকে ফেলে হত্যা করেছে কী না তা ময়না তদন্তের পর জানা যাবে।
নিহতের ভাগ্নি জামাই জানান, নিহত সফিক মালয়েশিয়ায় ১০ বছরের প্রবাস জীবন কাটান। সেখানে তিনি মালয়েশিয়ার এক নারীকে বিয়ে করেন। গত রাতে শাহজালাল বিমান বন্দরে নামেন। পরে তার বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন। সকালে এলাকাবাসি তার মরদেহ হায়দারাবাদ এলাকায় দেখতে পান বলে জানান তিনি।
এলাকাবাসি ও নিহতের স্বজনদের দাবি, ছিনতাইকারীরা তার সর্বস্ব কেড়ে নিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে। টঙ্গী ও আশেপাশের এলাকায় ছিনতাইকারীরা প্রায় যাত্রীদের সর্বস্ব লুট করে ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ স্থানীয়দের।