জবি,বর্তমানকণ্ঠ ডটকম: ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি ও দাম কমানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে জবি ছাত্র ইউনিয়ন।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে জবি ছাত্র ইউনিয়ের পক্ষ থেকে দপ্তর সম্পাদক রুহুল অামিন এ অাল্টিমেটাম দেন।
রুহুল অামিন বলেন, বিশ্ববিদ্যালয় হলো দেশের মেধাবীদের দক্ষ করে রাষ্ট্রের সম্পদ তৈরি করা। অার জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার উল্টো। জাতির মেধাবীদের জবির ক্যান্টিনে পচা খেচুরি খাওয়াচ্ছে।
তিনি জবি প্রশাসনকে ক্যান্টিনে ভর্তুকি দিয়ে মান সমৃদ্ধ করার দাবি জানিয়ে বলেন, যদি অাগামী ৭ দিনের মধ্যে ক্যান্টিনের সমস্যা না সমাধান করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।
এর আগে জবি ভাস্কর্য চত্ত্বরে সংগঠনের জবি সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে নেতাকর্মীরা ‘টিএসসি দখল মুক্ত ও স্থায়ীকরণ/ক্যান্টিনের খাবারের মান বাড়াও’ শিরোনামে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করেন।
মিছিলটি ভাস্কর্য চত্ত্বরের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ হয়ে বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে আবার ভাস্কর্য চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় সমাবেশে বাংলা বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ও ২০১৬ সালের হল আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদুল ইসলাম বলেন, প্রশাসনের চরম উদাসীনতা ও অবহেলার কারণে ক্যান্টিনের বেহাল অবস্থা হয়েছে ।
সমাবেশের সভাপতির বক্তব্যে আল আমিন সরদার বলেন, জবি প্রশাসনকে ভুলে গেলে চলবে না, সময়ের প্রয়োজনে জবি ছাত্ররা মাঠে নামতে প্রস্তুত রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন দখলদার, কোন সন্ত্রাসী বা কোন মাস্তানের জায়গা নয়। হল অান্দোনের সময় যারা নিরীহ ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছেন তাদেরও কঠোর বিচার করা হবে ।
এসময় আরও উপস্থিত ছিলেন জবি প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক রুনিয়া সুলতানা ঝুমুর, কনসার্ট ফর ফাইটার্সের জবি শাখার প্রধান সমন্বয়ক অভি চৌধুরী পার্থ প্রমুখ।