কিশোরগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রের তীরে তৈরি হচ্ছে ১২০ ফুট তথা ৮০ হাত লম্বাকৃতির একটি নৌকা। উপজেলার জাংগালিয়া ইউনিয়নের মুনিয়ারিকান্দা বাজারের পাশে গত ৬ মাস ধরে প্রত্যেকদিন ১০ জন শ্রমিক নৌকাটি তৈরিতে কাজ করে যাচ্ছেন।
অন্যদিকে বিরল এই নৌকার দেখা পেতে প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এসে ভিড় করছে।
সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মো.মেনু মিয়ার উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় নৌকাটি তৈরির পেছনে এখন পর্যন্ত প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই নৌকায় কাঠাল, গজারি, রঙ্গিন, জরাই কাঠ ব্যবহার করা হয়েছে। এই নৌকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নৌকা বাইচ প্রতিযোগিতার জন্য প্রস্তুত ও একসাথে ৬৪ জন মাঝি দ্বারা পরিচালিত করতে হবে।
নৌকাটি তৈরিকে কর্মরতরা জানায়, এখন পর্যন্ত ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ৩ মাসের মধ্যেই বাইচের জন্য প্রস্তুত হবে নৌকাটি।
এদিকে উদ্যোক্তা মেনু মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা বলেন, ‘আমরা কারও কাছ থেকে এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা পাইনি। আমরা এখন পর্যন্ত ৮ লাখ টাকা ব্যয় করেছি, আমাদের নৌকাটা সম্পন্ন করতে আরও প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন।’
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিন সহ প্রশাসনের প্রতি এলাকাবাসীর চাওয়া নৌকাটির কাজ সম্পন্ন করতে শিগগিরই যেন এ বিষয়ে সুনজর দেয়া হয়।