নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবি সংগঠন ঢাকা ক্লিন ২০ জানুয়ারি পরিচ্ছন্ন অভিযান এবং রোড শো’র আয়োজন করতে যাচ্ছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এদিন বিকাল সাড়ে ৩ টা থেকে থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার এবং রোড শো করবে সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ১৬ কোটি মানুষের দেশে প্রতিনিয়ত মানব সৃষ্ট এবং ব্যবহার করা বিভিন্ন ধরনের আবর্জনা তৈরি হচ্ছে। আমাদের রাস্তা এবং এর চারপাশ ময়লা আবর্জনা দিয়ে ঢাকা। সাধারণ মানুষ ডাস্টবিন ব্যবহার করছে না। শহরের নলসমূহ আবর্জনা দিয়ে ভরে যাচ্ছে। সাধারণ মানুষের ভিতর এটা নিয়ে কোন সচেতনতা নেই। এই সচেতনতা তৈরিকেই মূলমন্ত্র হিসেবে নিয়ে ঢাকা ক্লিন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
এরই ধারাবাহিকতায় ঢাকা ক্লিন রোড শো এর আয়োজন করেছে। যার মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে উন্মুক্ত এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কুফল সম্পর্কে সচেতন করা।
সংবাদ সম্মেলনে বলা হয় এ রোড শোতে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবীর সমাবেশ করা হবে। যারা বিজয় সরণি থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার করবে। এ সময় পরিচ্ছন্ন বাংলাদেশের দূত হিসেবে পরি ও সপ্ন নামের দুটি মাপেট চরিত্র উন্মুক্ত করা হবে।
সরকারি এবং বেসরকারি বিভিন্ন মহল থেকে বিশিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতি ছাড়াও এতে প্রধান অতিথি হিসেবে দেশ বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন, রাখিবুল হাসান নোমান, বাদশা ফয়সাল সহ -অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।