নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শেরে বাংলাস্থ জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধাঞ্জলি জানান খালেদা জিয়া। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন হয়।
শ্রদ্ধাঞ্জলিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।