
নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীতে ১৫ মানব পাচারকারীসহ গ্রেফতার ২৫
ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার ও জিম্মিকারী চক্রের ১৫ সদস্যসহ ২৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর সিও খন্দকার গোলাম সারোয়ার ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় আন্তর্জাতিক মানব পাচার ও জিম্মিকারী চক্রের ১৫ সদস্য এবং অবৈধভাবে মালয়েশিয়াগামী ১০ জনকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে দুপুর কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।