অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারী ১১ তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন হাট-বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক পোস্টারিং ও লিফলেট বিলির কাজ শুরু হয়েছে।
ইজতেমার আয়োজক আলহাজ্ব শের আলী শেখ জানান, প্রথম দিকে দুই দিনব্যাপী হলেও ২০১৫ সালের ৯ম আসর থেকে ইজতেমার আসর একদিন বাড়িয়ে তিনদিন করা হয়েছে। প্রথম দিন আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন যথাক্রমে পীরজাদা মাওলানা আব্দুল্লাহিল কাফি, আলহাজ¦ মাওলানা আমজাদ হোসেন জিহাদী ও মাওলানা আব্দুল কাদের জিহাদী। এছাড়া দ্বিতীয় দিন রংপুর থেকে আগত ৮ বছর বয়সী শিশু বক্তা মো. আলিফ ও শেষ দিনে ভারতের নদীয়া থেকে আগত মাওলানা মাহবুব আলম বক্তব্য রাখবেন। এছাড়া প্রতিদিনই ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা ইজতেমায় আলোচনা রাখবেন। ২৬ জানুয়ারী শেষ দিন বিকালে আখেরী মোনাজাত পরিচালনা করবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক ড. হাফিজা নাসির। দূরাগত মহিলাদের জন্য কলেজের মহিলা হোষ্টেলে নিরাপদ পরিবেশে রাত্রীযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হবে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন জানান, ইজতেমা সফল করার জন্য এবং আগত অতিথিদের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।