নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: কয়েক দিনে রাজধানীতে দু‘দফায় উদ্ধার করা হয়েছে বিলাশবহুল গাড়ি। প্রথমটি উদ্ধার করা হয় কমলাপুর থেকে। বুধবার রাজধানীর বনানীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় বিএমডব্লিউ গাড়ি। এবার গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে প্রাডো জিপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া জিপটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯।
শীতলক্ষ্যা থেকে দামি জিপটি উদ্ধার হওয়ায় সবাই হতবাক হয়েছেন। হঠাৎ জিপটি কোথা থেকে এল, তা-ও কেউ জানেন না। গ্রামের শত শত মানুষ গাড়িটি দেখতে নদীর পাড়ে ভিড় জমিয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে স্থানীয় বাদল সরকারের মাছের ঘেরে বাজারের এক ব্যবসায়ী প্রথমে পানির নিচে একটি গাড়ি দেখতে পান। পরে কাপাসিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষণিকভাবে ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে গাড়িটি উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।