কুষ্টিয়া,বর্তমানকণ্ঠ ডটকম: জামায়াত রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, বিএনপি এবং খালেদা জিয়াকে জামায়াত রাজাকার ও জঙ্গি ছাড়তে হবে। তাদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, বিএনপি নেতাদের অনির্বাচিত অন্তর্বর্তীকালিন সরকার গঠনের প্রস্তাবটা কার্যত নির্বাচন ভণ্ডুল করার প্রস্তাব। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ জাসদ নেতাকমীরা উপস্থিত ছিলেন।