স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: যেভাবে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল চলছিলো, ঠিক ১০ নাম্বারে ব্যাট করতে নেমে কিইবা করার ছিলো তার। কামরুল ইসলাম রাব্বি হয়তো দিনটাকে কিভাবে পার করতে হয় সেই মন্ত্রেই মাঠে নেমেছিলেন।
কামরুলই সম্ভবত ‘পিওর টেস্ট ক্রিকেট’ খেললেন। ৬৩ বল খেলে করলেন ২ রান! স্থান পেলেন রেকর্ড বুকেও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬০ বা তার বেশি বল মোকাবেলা করে কম করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে রাব্বির অবস্থান তৃতীয়।
১৯৯৯ সালে অকল্যান্ড টেস্টে জিওফ অ্যালট ৭৭ বল খেলে ০ রানে আউট হয়েছিলেন। অ্যালট হয়তো রান করেননি, কিন্তু ফলোঅনের শঙ্কায় পড়া নিউজিল্যান্ডকে শেষ জুটিতে ৩২ রান এনে দিয়েছিল তাঁর এই দৃঢ়তা। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমেও ১০১ মিনিট পার করে দিয়েছিলেন—এ ও কি কম কৃতিত্বের! নিউজিল্যান্ড সেবার ফলোঅনে পড়েও ম্যাচটা ড্র করতে পেরেছিল।