সিলেট,বর্তমানকণ্ঠ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বজ্রপাতে রোগীর দুই স্বজন মারা গেছেন।
রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল মুকিত নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তার ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালের ৫ তলায় ভর্তি রয়েছে। তবে অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।