নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: গণতন্ত্র নয় বিএনপি জঙ্গিতন্ত্র চেয়েছিলো বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে জাতীয় জাদুঘরে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধী গণবিচার আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির আশ্রয় দাতা সংগঠন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে সমর্থন দিয়ে তারা এদেশে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা পবিত্র কোরআন, হাদিস পুড়িয়ে প্রমাণ করেছে তারা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি জামায়াতের লাগাতার জ্বালাও পোড়াও আন্দোলন ও হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠনের আহবান জানান শাজাহান খান। ভবিষ্যতে যাতে এ ধরনের অপশক্তির বিস্তার না ঘঠে সে জন্য সকল শ্রমজীবী মানুষকে সজাগ থাকতে বলেন তিনি।