নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বর্তমান সরকার কাজ করছে।
আজ রবিবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদের শীতকালীন (চতুর্দশ) অধিবেশনে এক ভাষণে একথা বলেন তিনি। ইংরেজি নতুন বছর ২০১৭ সালের প্রথম সংসদ অধিবেশন শুরু হয় আজ।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সরকার সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে গণতন্ত্র সমুন্বত রেখে শেখ হাসিনার সরকার এগিয়ে যাচ্ছে।