রাজশাহী,বর্তমানকণ্ঠ ডটকম: রাজশাহীতে ট্রাকচাপায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রবিবার (২ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই আজাহার আলী (৫৮) পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্স (আরআরএফ) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান।
এরপর ফেরার পথে ওই এলাকাতেই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আর নগরীর শাহমখদুম থানা পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।