নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: মোঃ মজিবুর রহমান (৩৫) নামে এক ইউপি সদস্যকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাতে রায়পুরা উপজেলার তুলাতলী গ্রামে।
পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক সাড়ে ৭টায় সময় মজিবুর রহমান তার বাড়ীর পার্শ্বে দাড়িয়ে জনৈক ব্যক্তির সাথে কথা বলার সময় কতিপয় দুর্বৃত্ত পিছন ধিক থেকে তাকে দাড়ালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে স্থানীয় তুলাতলি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত মজিবুর রহমান অলিপুরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একজন নির্বাচিত সদস্য।
এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম এর সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।