অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ সোমবার দিনগত রাত সাড়ে ১২টার (তারিখ ২৪/১/২০১৭) দিকে আইড়মারি ব্রীজ এলাকা থেকে মফিদুল ইসলাম (২২) ও নাজমুল হক (২১) কে সন্দেহজনক ভাবে আটক করে। পরে তাদের তল্লাশী করে নাজমুলের কোমরে থাকা একটি দেশীয় রিভলবার উদ্ধার করে। আটককৃতদের বাড়ি যথাক্রমে পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলার বিন্নাবাড়ী ও ঝাউপাড়া গ্রামে।
থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রউব জানান, রাতে টহলকালীন সময়ে তাদেরকে সন্দেহভাজন আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করলে অস্ত্রটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।