নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্যবাহী পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রায় সাড়ে তিন ঘণ্টা এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১২ দফা দাবিতে গত দু’দিন ধরে ধর্মঘট পালন করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, তাদের দাবি পর্যালোচনা করা হচ্ছে। আশা করি একটি সমাধানে পৌঁছানো যাবে। তবে কোনও অবস্থাতেই ওভারলোডেড (অতিরিক্ত ওজনবাহী) গাড়ি চলতে দেয়া হবে না।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের কথা শুনেছি। কিন্তু সুনির্দিষ্ট কোনও অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন ও ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধসহ ১২ দফা দাবিতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন ছিল মঙ্গলবার।