নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: কারও কথা শুনে নয়, নিরপেক্ষভাবে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি কর্তৃক গঠিত নতুন সার্চ কমিটির সদস্য শিরীণ আক্তার।
বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারির পর রাত পৌনে ৮টায় ব্রেকিংনিউজের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিরীণ আক্তার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার সার্চ কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তি প্রসঙ্গে ব্রেকিংনিউজকে বলেন, ‘সার্চ কমিটিতে আসতে পেরে ভাললাগার একটা বিষয়ের সাথে সাথে বিশাল দায়িত্বের ব্যাপারও এসে যায়। আমি খবরটা শুনেছি দুপুরের দিকে। এখনও তো কিছুই জানি না। সবাই একসাথে বসি। তবে আমার প্রতি অর্পিত সমস্ত দায়িত্বকেই আমি পবিত্র দায়িত্ব মনে করি। কারণ, এখন বঙ্গবন্ধুর আদর্শে আমাদের দেশ পরিচালিত হচ্ছে। দায়িত্ব যেহেতু পেয়েছি তাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে সকলের সহযোগিতায় তা সম্পন্ন করতে চাই।’
সার্চ কমিটি নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ‘সার্চ কমিটি কোনো দলের নয়। উনারা (বিএনপি) রাজনৈতিক দল হিসেবে প্রশ্ন তুলতেই পারে। যে দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে সেটার প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ও নিবেদিত। কারও কথা শুনে নয়, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই দায়িত্ব পালন করবো।’
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার পর নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে বলা হয়েছে।