রংপুর,বর্তমানকণ্ঠ ডটকম: সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘সার্চ কমিটি নিয়ে সংলাপ খুবই ভালো উদ্যোগ। রাষ্ট্রপতি এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন। আমরা সেটাকে স্বাগত জানাবো।’
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুরে আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই দেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি, অনেক শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি। এটা অলি আউলিয়ার দেশ। এখানে অন্যায়-অবিচার বেশিদিন স্থায়ী হতে পারে না। সব শঙ্কা দূর করে দেশে শান্তি আসবেই।’
কাজী রকিবউদ্দিন বলেন, ‘বাংলাদেশে ইভিএম পরীক্ষামূলক চালু করার পর দেখা গেল, যন্ত্রটির সমস্যা রয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও চালু করার মতো যোগ্য হয়ে ওঠেনি। আমাদের দেশের বিশেষজ্ঞ দ্বারা ইভিএম যন্ত্র তৈরি করার কাজ চলছে। যেটি একজন ভোটারের পরিচয় নিশ্চিত করবে এবং সময়ের আগে কিংবা পরেও কোনো ভোট গ্রহণ করবে না। একজন ভোটার একটির বেশি ভোট দিতে পারবে না। সকাল ৮টার আগে এ মেশিনটি চালু হবে না। বিমানের ব্লাক বক্সের মতো এই যন্ত্রটি ভেঙ্গে ফেললেও এর সব তথ্য নিশ্চিত থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে তিনি বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মিলিত হন। এতে রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে নির্বাচন কমিশন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ আঞ্চলিক সার্ভার স্টেশনের আনুষ্ঠানিক ফলক উন্মোচন, বৃক্ষ রোপণ, ভবনের ফিতা কেটে উদ্বোধন ও সবশেষে হেল্প ডেস্ক উদ্বোধন করেন।