কামাল সুকরানা,বর্তমানকণ্ঠ ডটকম: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে না পারলে দেশে পূর্নাঙ্গ মানুষ তৈরি করা সম্ভব নয়। সে লক্ষে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষায় পারে একটি সুন্দর জাতি গঠন করতে। তিনি আজ বুধবার দুপুরে কানসাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সৈবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খাঁন প্রমুখ।
তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে জ্ঞান অর্জন সম্ভব নয়। মেধা বিকাশের পাশাপাশি খেলাধূলা করতে হবে। সন্তানদের মানবিক গুণাবলী হিসেবে গড়ে তুলতে পারলে দেশ সুন্দর ফুলের বাগানের মত গড়ে উঠবে। নইলে ৭১’র পরাজিত শক্তি সে ফুলের বাগানটিকে তছনছ করে দিবে। তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষা ও সংস্কৃতির অভাবে গত বছর ৫ তরুণ গুলশানের হলিআর্টিজনে জঙ্গি হামলা চালিয়ে ঠান্ডা মাথায় ২০ জন দেশী-বিদেশী নাগরিককে হত্যা করেছে। আমরা আমাদের সমাজে দানব সৃষ্টি করতে চাই না, চাই মানুষ সৃষ্টি করতে। তবেই বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
মন্ত্রী আরো বলেন, শহরের শিক্ষার মান বাড়লেও, গ্রামের শিক্ষার মান ভাল নয়। সেক্ষত্রে বৈষম্য দূর করতে আমাদের আরো আন্তরিক হতে হবে। এর আগে অতিথিরা শতবর্ষের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।