রাজশাহী,বর্তমানকণ্ঠ ডটকম: ভারত থেকে বিভিন্ন চ্যানেল অবৈধভাবে এনে সম্প্রচার করার দায়ে নগরীর একটি ক্যাবল অপারেটর সম্প্রচার সেন্টারে অভিযান চালিয়ে ৭জন ক্যাবল অপারেটরকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাবের সহযোগিতায় এ অভিযানে রাজশাহী নিউ উত্তরা কমিউনিকেশন নামের এই ক্যাবল অপারেটরের কার্যালয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সেখান থেকে আটক ৭ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারওয়ার আলম। সাজাপ্রাপ্তরা হলেন- শাহীন রেজা (৪৬), জাহাঙ্গীর হোসেন (৪২), সাগর (৩২), পারভেজ (৪৮), শামীম হোসেন (৩৮), আতিকুল ইসলাম (৩৩) ও সাগর ২৮)। দণ্ডাদেশ দেয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিট্রেট সারওয়ার আলম বলেন, ‘ভারত থেকে বিভিন্ন চ্যানেল অবৈধভাবে এনে তা এখানে সম্প্রচার করা হচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।’ এছাড়াও কিছু অবৈধ চ্যানেলও সম্প্রচার করা হচ্ছিল এই প্রতিষ্ঠান থেকে বলে জানান তিনি।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আরও বলেন, ‘অবৈধভাবে চ্যানেল চালাতে গিয়ে এ প্রতিষ্ঠানটির মালিক প্রতি মাসে অন্তত ৩৫ লাখ টাকা ভারতে হুন্ডির মাধ্যমে পাচার করে আসছিল। তবে প্রতিষ্ঠানটির মালিক পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’ প্রতিষ্ঠানটির মালামালও জব্দ করে সিলগালা করে দেয়া হয়েছে বলে জানান তিনি।