লক্ষন বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীতে বাড়ি থেকে ডেকে এনে আলামিন মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাীরা। গতকাল রাত ১১টার দিকে পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটানায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত আলামিন কাউরিয়া পাড়া এলাকার ইমান আলীর ছেলে। সে নরসিংদী পরিবহনের যাত্রবাহী বাসের চালক হিসেবে চাকুরি করত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত এক সপ্তাহ পূর্বে বাস ভাড়া নিয়ে কাউরিয়া পাড়া এলাকার রানা বাহিনীর এক সদস্যর সাথে তার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রানা বাহিনীর সদস্যরা আলামিনকে পিটিয়ে আহত করে। সর্বশেষ আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রানা বাহীনির প্রধান রানা ঝগড়ার বিষয়টি মিমাংসা করার জন্য মোবাইল ফোনে আলামিনকে ডেকে আনেন। এর পর রাত ১১টার দিকে কাউরিয়া পাড়া তৈয়মুর রহমান ট্রেক্সটাইল এর পাশের একটি স্থানে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সদর থানার উপ-পরিদর্শক ( এস আই ) মনির হোসেন জানায়,নিহত আলামিনকে উপযুপুরি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তবে কি কারনে হত্যাকান্ড তা এখনো পরিস্কার নয়। এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।