লক্ষন বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীর মাধবদী ও আড়াইহাজারের ১৮টি গ্রামের প্র্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ২ অক্টোবর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার মাধবদী থানার আলগী এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্য্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে নরসিংদী তিতাস গ্যাসের উপ মহা-ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মাধবদী শিল্প এলাকার তিতাসের উচ্চ চাপের সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে হাজার হাজার আবাসিক বাড়িতে গ্যাস সংযোগ নেওয়া হয়। এতে সরকার প্রতিমাসে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এরই প্রেক্ষিতে গতকাল রবিবার সকালে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর সহযোগীতায় মাধবদী থানার আলগী এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারিগরী ব্যবস্থাপক পারভেজ আহম্মেদের নেতৃত্বে একটি কারিগরী দল মাটি খুড়ে প্রায় ৩ হাজার ফুট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। এতে মাধবদী থানার আলগী, কান্দাপাড়া, কাঠালিয়া, খড়িয়া, নোয়াকান্দী, দড়িকান্দী, রহিমাদী, বকাদী ও আব্দুল্লাহকান্দী এবং পাশ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মোল্লারচর, পাকনাকান্দী, জালাকান্দী, শামরাকান্দী, চৌকড়িয়া, খামারদী, ফজুরকান্দী, শিবেরকান্দা ও টোলাপুর গ্রামের প্রায় ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নরসিংদী তিতাস গ্যাস বিক্রয় কেন্দ্রের উপ মহা-ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, পূর্বে এই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে ভ্রাম্যমাণ আদালত বাঁধার সম্মুখিন হয়েছিল। তবে গত কিছুদিন গণমাধ্যমের প্রচার ও তিতাস কর্তৃপক্ষের মাইকিংয়ের কারণে গ্রামবাসীদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়েছে। তাই এবারের অভিযানে গ্রামবাসী কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে উল্টো আমাদের সহযোগীতা করছে। উদ্ধারকৃত পাইপগুলো অত্যন্ত নিম্মমানের লোহার পাইপ থেকে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা ছিল। একই সঙ্গে অবৈধ সংযোগগুলোর কারণে সরকারের প্রতিমাসে ১ কোটি ৮১ লাখ সিএফটি গ্যাসের অপচয় হতো। এতে সরকারের প্রায় ৭৮ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসকের কার্য্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর কাবিরুল ইসলাম খান বলেন, নরসিংদীর অধিকাংশ এলাকায় ভয়াবহভাবে অবৈধ গ্যাসের বিস্তার হয়েছে। তাই জেলা প্রশাসন নরসিংদীতে অবৈধগ্যাস সংযোগ মুক্ত করতে তিতাস গ্যাসকে সহযোগীতা করছে। দ্রুত গতিতে অবৈধ গ্যাসের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলছে। অচিরেই নরসিংদী জেলাকে অবৈধ গ্যাস সংযোগ মুক্ত ঘোষণা করা হবে।
