হবিগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটের উল্লুকান্দি নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালক নিহত আল-আমিনের (২৫) নাম জানা গেছে। অন্য হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্থল থেকে লাশগুলো হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। হাইওয়ে থানার ওসি জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেটের জাফলং যাচ্ছিল ওই মাইক্রোবাস। এসময় মাইক্রোবাসটি উল্লুকান্দিতে পৌঁছলে অপরদিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক পলাতক রয়েছেন।