ময়মনসিংহ, ৫ম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও তিন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ডা. প্রফেসর আনম ফজলুল হক পাঠান জানান, যথা সময়ে শিক্ষার্থীরা নিরাপদে হলত্যাগ করে চলে গেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
তিনি আরো জানান, কলেজ খোলা রয়েছে। বিদেশী শিক্ষার্থী ও পোস্ট গ্যাজুয়েটদের পরীক্ষাসহ সকল কার্যক্রম চলছে। কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি। বিভিন্ন মিডিয়ায় কলেজ বন্ধের খবরে তিনি হতাশ হয়েছেন।
উপাধ্যক্ষ বলেন, ‘পরিস্থিতি জানার জন্য সরকার দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোনে খোঁজখবর নিয়েছেন।’
বুধবার রাতে শহরের বাঘমারাস্থ ছাত্রাবাসে ৫ম বর্ষের ছাত্র শহিদুল ইসলামের উপর অতর্কিতে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে দ্বিতীয় বর্ষের হিমেল, অনুপম দত্ত ও সিয়াম নামে তিন ছাত্র। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করে।
এনিয়ে রবিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা করে। হামলাকারী ওই তিন ছাত্রকে এক বৎসরের জন্য বহিষ্কার করা হয়। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হলে কলেজ খোলা রেখে সোমবার সন্ধ্যা ছয়টার মধ্যে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ প্রদান করে।