নিউজ েডস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন মেক্সিকান কূটনীতিকরা। সিএনএন জানায়, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘প্রথমে আমেরিকা’ এই নীতির কারণে ‘মেক্সিকো ফার্স্ট’ বা ‘প্রথমে মেক্সিকো’ বিষয়ে আলোচনা করবেন মেক্সিকান কূটনীতিকরা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা করবেন তারা।
অবশ্য আলোচনার জন্য মেক্সিকান কূটনীতিকদের সময় নির্বাচন নিয়েও আলোচনা চলছে মার্কিন গণমাধ্যমে। সিএনএন ও ওয়াশিংটন পোস্ট জানায়, মেক্সিকান কূটনীতিকেরা এমন সময় আলোচনায় বসছে, যখন ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে মেক্সিকান বর্ডারে দেয়াল নির্মাণের জন্য নির্বাহী আদেশ প্রদান করেছেন।
এদিকে মেক্সিকোর একজন সিনিয়র কূটনীতিক জানান, ‘আমরা বলতে চাই মেক্সিকো প্রথমে। যদি তারা (দুই দেশের) সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা করতে চায়। তাহলে আমরা বলব, হ্যাঁ। আমরা রাজি। দেখা যাক, তারা কী চায়। তারা আমাদের জন্য কী সুবিধা দিতে পারে, সেটা যাচাই করে দেখতে চাই আমরা।
অপর একজন মেক্সিকান কূটনীতিক বলেন, ২৫ বছরের অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ককে প্রতিহত করার জন্য আমরা সফরে এসেছি। আমরা আমেরিকার ‘বলির পাঠায়’ পরিণত হয়েছি। বিষয়টা নিয়ে আমাদের দেশের অভ্যন্তরেও যথেষ্ট ক্ষোভ রয়েছে। এর মূল কারণ, নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে মেক্সিকানদের দেখা হচ্ছে।
এই সফরে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ রেইনস প্রাইবাস, ট্রাম্পের মেয়ে জামাই ও উপদেষ্টা জ্যারেড কুশনার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিচেল ফ্লাইন এবং চিফ স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যাননের সঙ্গে সাক্ষাৎ করবেন মেক্সিকান মন্ত্রীরা। এরপর ট্রাম্পের সঙ্গে মেক্সিকান প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন।