অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কালিকাপুর এলাকায় বুধবার সন্ধ্যার ৭টার দিকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বিজয় কোড়াইয়া (৫৮) নামে এক খ্রীষ্টান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামে এবং পিতার নাম মৃত ফিলিপ কোড়াইয়া। তিনি সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবসায়ী ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট মো. আমিনুল ইসলাম জানান, ব্যবসায়ীক কাজ সেরে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় বড়াইগ্রাম থেকে বনপাড়াগামী দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৬১৭৭) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ট্রাকটি ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে লাশটি স্থানীয় মিশনারী কবরাস্থানে সমাহিত করা হয়।