স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম : আগামী ৯ ফেব্রুয়ারী ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাাটতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারীর ২ তারিখেই সে দেশে পৌঁছানোর কথা রয়েছে মুশফিকদের। কিন্তু একমাত্র টেস্ট ম্যাচটি কোথায় হবে সেটা নিয়ে এখনো দ্বিধায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
শুরুতে ভেন্যু হায়দরাবাদে ঠিক হলেও তাদের ‘আর্থিক’ সংকটের কারণ দেখিয়ে তারা ম্যাচটি আয়োজন করতে অনীহা জানায়। আবার কিছুদিন পরেই তারা আবার জানিয়েছিলো আমাদের সমস্যার সমাধান হচ্ছে খুব দ্রুত। কিন্তু এখন আবার বড় করে দেখা দিয়েছে অস্বস্তি।
আকস্মিক ভারত-বাংলাদেশ টেস্টের যে সম্ভাবনা দেখা দিয়েছে ইডেনে, সেই টেস্ট নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে সিএবি। অস্বস্তি স্থানীয় ক্রিকেটের সূচি নিয়ে।
আগামী ৩১ জানুয়ারি থেকে কলাকাতায় রয়েছে জাতীয় টি-টোয়েন্টি মুস্তাক আলি ট্রফির আঞ্চলিক পর্বের সব ম্যাচও। স্থানীয় ক্রিকেটের বেশ কয়েকটি ম্যাচ আগে থেকেই ইডেনে দেওয়া রয়েছে। মুস্তাক আলির ম্যাচও হবে এখানে। এর পর ৯ ফেব্রুয়ারি থেকে যদি ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট হয়, তা হলে স্থানীয় ম্যাচগুলো সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, তা নিয়ে এখন বেশ ধন্দে পড়েছে সিএবি।
হায়দরাবাদে একমাত্র টেস্টটি হওয়ার কথা থাকলেও আয়োজক সংস্থায় যা অচলাবস্থা চলছে, তাতে তারা এই টেস্ট আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। বোর্ডসূত্রের খবর ইডেনকেই বিকল্প ভেনু হিসেবে তৈরি থাকতে বলা হয়েছে।
এখনো পর্যন্ত ভেন্যুই ঠিক করতে পারলো না ভারত। নাকি শুধু বাংলাদেশ বলেই ভেন্যু নিয়ে এমন ইঁদুর বিড়াল খেলা খেলছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই!