অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম: নাটোরে বাগাতিপাড়ার বড়পুকুরিয়া এলাকায় শনিবার সকাল ৮টার দিকে রেল লাইনের পাশে গাছ কাটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গাছ ও সেই গাছের ধাক্কায় নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক সর্দারের মৃত্যু হয়েছে। তার বাড়ি নওঁগা জেলার মহাদেবপুরের বিনোদপুরে এবং পিতার নাম মো. ওমেদ আলী প্রামাণিক।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার বড়পুুকুুরিয়া গ্রামে শ্রমিকেরা সকাল থেকেই রেল লাইনের পাশের গাছ কাটছিল। এসময় রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস এর চলন্ত ট্রেনের সাথে কর্তনকৃত গাছ সজোরে ধাক্কা খেয়ে গাছটি গিয়ে নজরুল ইসলামের মাথায় গিয়ে লাগে। পরে মারাতœক আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।