ধামরাই থেকে, আদনান হোসেন,বর্তমানকণ্ঠ ডটকম: ২৮ শে জানুয়ারি রোজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ৭ম জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে দেশ-বিদেশে থাকা ১১০টি শাখা ঢাকা মহানগর নাট্যমঞ্চের বশির উদ্দিন মিলনায়তনে এ মহাসমাবেশে অংশ নেয়। বিগত দুইবছরের কর্মকান্ডের ভিত্তিতে ১১০টি শাখার মধ্যে ৫টি শাখাকে নিবাচিত করে বাংলাদেশের শ্রেষ্ঠ শাখা সংগঠক হিসাবে সম্মাননা প্রদান করা হয়, এবারে এই শ্রেষ্ঠ ৫টি শাখার মধ্যে মাত্র ৪মাস আগে গঠিত সংগঠন নিসচা ধামরাই উপজেলা শাখাকে শ্রেষ্ঠ শাখা হিসাবে নিবাচিত করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শাখা হিসাবে নিবাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরি অ্যাওয়ার্ড তুলে দেন নিরাপদ সড়ক চাই”ধামরাই উপজেলা শাখা কমিটির আহবায়ক রেজাউর রহমান রেজার হাতে। উক্ত অনুষ্ঠানে উদ্ভোক ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনিসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব এম এ এন সিদ্দিক।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।