রাজশাহী,বর্তমানকণ্ঠ ডটকম:: রাজশাহীতে প্রেমের ফাঁদে পড়ে অপহৃত হওয়া ব্যবসায়ী আব্দুর রহিমকে (৩৩) উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা। এসময় এক নারীসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
শনিবার (০২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
ব্যবসায়ী আব্দুর রহিম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুরের লোকমান আলীর ছেলে। বিকেলে র্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- অপহরণকারী চক্রের মূল হোতা নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী শোভা খাতুন (২৩), সহযোগী বোয়ালিয়া মডেল থানার ভদ্রা এলাকার শহর আলীর ছেলে জাহিদ (৩০), শিরোইল এলাকার খালেক মাতবরের ছেলে আকবর আলী (১৮) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে ডলার (১৯)।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম জানান, ব্যবসায়ী আব্দুর রহিমের সাথে অপহরণকারী চক্রের মূল হোতা শোভা খাতুনের মোবাইলে পরিচয় হয়। এরই প্রেক্ষিতে শোভা খাতুন ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১ অক্টোবর নিজ বাসায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা জাহিদ, আকবর ও ডলার ভিকটিমকে আটকিয়ে রাখে এবং ভয়ভীতি দেখিয়ে শোভা খাতুনের সাথে ভিকটিম আব্দুর রহিমের অশ্লীল ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে।
পরবর্তীতে অপহরণকারী চক্র ভিকটিমের মোবাইল থেকে তার স্ত্রী ও ভাইয়ের কাছে ফোন করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেইসঙ্গে মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকিসহ আপত্তিকর ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দেয়।
ভিকটিমের পরিবার বিষয়টি র্যাব-৫ রাজশাহীতে একটি অভিযোগ করেন। এরপর র্যাব-৫ রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিমের নেতৃত্বে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালায়।
এসময় অপহরণকারী চক্রের সদস্যদেরসহ তাদের জিম্মা থেকে অপহৃত ভিকটিম আব্দুর রহিমকে জীবিত উদ্ধার করে।
আটককৃতদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম।