ভারত ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ভারত কখনোই কোনো দেশে হামলা করেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি কারো ভূখণ্ড দখলের ইচ্ছাও ভারতের নেই বলেও জানান তিনি। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রবিবার এই মন্তব্য করেন মোদী।
মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় বংশোদ্ভূত বিদেশিদের সংগঠন প্রবাসী ভারতীয় কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনকালে বক্তব্য দিতে গিয়ে মোদী বলেন, ‘ভারতের কখনোই জমির অভাব ছিল না। আমরা কখনো অন্য দেশে হামলা করিনি।’
অনুষ্ঠানের শ্রোতাদের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা এমন এক জাতি যারা অন্যের জন্য জীবন দিতে পারে। দুটি বিশ্বযুদ্ধে দেড় লাখের বেশি ভারতীয় শহিদ হয়েছে। দূর্ভাগ্যজনকভাবে আমরা এসব কথা বিশ্ববাসীকে জানাতে পারিনি।’