যশোর,বর্তমানকণ্ঠ ডটকম: ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম।
রবিবার (০২ অক্টোবর) দুপুরে তিনি তার আইনজীবী সাজ্জাদ মুস্তাফা রাজার মাধ্যমে আদালতে পিটিশন মামলাটি দাখিল করেন। মামলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে আসামি করা হয়েছে।
নালিশি আবেদন হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর বাদী দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থানকালে জানতে পারেন যে, গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার কিছু পরে বিবাদী ইরাদ আহমেদ সিদ্দিকী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’
অভিযোগে বলা হয়েছে, ‘এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। বিবাদী তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভারতের স্বার্থরক্ষাকারী’ হিসেবে চিহ্নিত করে নানা কটু মন্তব্য করেছেন। যা বাদীকে মর্মাহত করেছে। এই কারণে তিনি প্রয়োজনীয় তথ্য প্রমাণ জোগাড়সাপেক্ষ আদালতে হাজির হয়ে তিনি মামলা করছেন। আদালত বাদীর নালিশি পিটিশনটি প্রহণ করেছেন।’
বিকেলে আদালতের বিচারক বুলবুল ইসলাম বিষয়টি এজাহার হিসেবে প্রহণ করতে কোতয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।