প্রবাস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: কাতার সেনাবাহিনীর অধীনে নির্মানাধীন একটি প্রকল্পে ক্রেন দূর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন বাংলাদেশি।
কাতারে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। আর আহতদের সকল খরচও তারা বহন করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রলায়টি।
তবে কখন ঘটনার সূত্রপাত কিংবা কিভাবে এই ঘটনা ঘটেছে এই ব্যাপারে কিছুই জানায়নি তারা।
বাংলাদেশি যে ৭ জন আহত হয়েছে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ৭ জনের তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও বাকি ৪ জন এখনও দোহা আল ওয়াকরা হামাদ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘২৫০ জন বাংলাদেশি মারা যাওয়ার যে গুজব তৈরি হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি নিজে মঙ্গলবার দোহা হামাদ মেডিকেল ও আল ওয়াকরা হামাদ মেডিকেল ভিজিট করেছি।’