নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সংসদ সদস্যরা সামাজিক নিরাপত্তা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করতে পারেন।’
তিনি এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সকল সংসদ সদস্যকে একযোগে কাজ করারও আহ্বান জানান।
স্পিকার রবিবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের সমন্বয়ে ‘বাংলাদেশের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র’ সম্পর্কে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। জাতীয় সংসদ ও মন্ত্রীপরিষদ বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি, চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার, হুইপ মোছা: মাহাবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্যবৃন্দ বক্তৃতা করেন।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমের আওতায় বর্তমান সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, অসহায় ও দুস্থ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তি প্রদানের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করেছে। এ সরকার সমাজের অসহায় ও দরিদ্র জনগনকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত করতে কাজ করে যাচ্ছে।’
তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে দেশের সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
কর্মশালায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। পরে উপস্থিত সংসদ সদস্যবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেন এবং এ কর্মসূচী বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
