নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: কাশ্মিরে ভারতীয় একটি সেনা ঘাঁটিতে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ৫০ কিলোমিটার দূরে বারামুল্লাহ শহরে গতকাল রোববার রাতের ওই হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এক সদস্য ও দুই জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন অপর একজন সেনা সদস্য। সন্ত্রাসীরা ওই এলাকার সেনাবাহিনী ও বিএসএফের দুইটি ক্যাম্পে হামলা চালায়।
জানা গেছে, বারামুল্লাহতে ঝিলম নদীর তীরে পাশাপাশি অবস্থিত সেনাবাহিনীর একটি ক্যাম্প ও বিএসএফের ক্যাম্পে হামলা চালায় চার সন্ত্রাসী।সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পে গ্রেনেড ছুড়ে মারে এবং পরে গুলি চালায়। কিছুক্ষণের মধ্যেই হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের এ ঘটনা ঘটে।
তবে প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
প্রসঙ্গত, ওই জেলার উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানের সন্ত্রাসীদের দায়ী করছে ভারত।ঘটনার প্রতিক্রিয়ায় গত বুধবার রাতে পাকিস্তানের ভিতরে ঢুকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালায় ভারত। তাতে দুই পাক সেনাসহ ৪০ সন্ত্রাসী জন সন্ত্রাসী নিহত হয়।