নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: স্ন্যাপচ্যাটের ফিচার নকল করেছে ফেসবুক!মেসেঞ্জার ডে’ নামে সম্প্রতি নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুক। ফিচারটি স্ন্যাপচ্যাটের অনুকরণে তৈরি করা হয়েছে বলে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের বরাত দিয়ে জানিয়েছে আইএএনএস।
‘মেসেঞ্জার ডে’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফিল্টারসহ ফটো এবং ভিডিও পোস্ট করতে পারবেন, যা ২৪ ঘণ্টা পর আর দেখা যাবে না। বর্তমানে ফিচারটি শুধু পোল্যান্ডে ছাড়া হয়েছে।
ফেসবুকের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেন, মানুষ মেসেঞ্জারের বন্ধু এবং পরিবারের সাথে নিত্যদিনের মুহূর্ত শেয়ার করে থাকে। পোল্যান্ডে আমরা পরীক্ষামূলকভাবে নতুন এই ফিচারটি চালু করেছি। পোল্যান্ডে মেসেঞ্জার ডে’র জনপ্রিয়তার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী এটি ছাড়া হবে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই স্ন্যাপচ্যাটের ফিচার নকল করার চেষ্টা করেছে ফেসবুক। স্ন্যাপচ্যাটের আইডিয়া ইনস্টাগ্রামে প্রয়োগে দর্শক জনপ্রিয়তা পেলেও বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকের নকল করার চেষ্টা ব্যর্থ হয়েছে।