সিলেট,বর্তমানকণ্ঠ ডটকম: সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল ইসলামের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস লাইফ সাপোর্টে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক।
মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক আবদুস সালাম বলেন, সোমবার দিবাগত রাত একটার দিকে অবস্থার অবনতি হলে খাদিজাকে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়।
খাদিজার পরিবার জানিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় তাকে স্কয়ার হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে ছুরিকাঘাত করেন বদরুল ইসলাম। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর বদরুলকে আটক করে পুলিশ।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, সোমবার বিকাল পাঁচটার দিকে এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা শেষে বের হলে খাদিজাকে ছুরিকাঘাত করেন বদরুল।