নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নারগিসকে কোপানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা পার পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (০৪ অক্টোবর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
সোমবার (০৩ অক্টোবর) বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজাকে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭)।
কোপানোর ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বদরুলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। তার বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ছাত্রলীগ নেতা বলে কথা না, যে বা যারাই অপরাধ করুক না কেন- কেউ পার পাবে না। এর আগেও আমরা কাউকে ছাড় দেইনি। এখনও ছাড় দেবো না। প্রধানমন্ত্রী নিজেও এ ধরনের বিষয়ে খুবই সোচ্চার। আর আমরাও এটা পছন্দ করছি না।”
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রায়ই বাংলাদেশিদের প্রাণহানির খবর পাওয়া যায়। আমরা কেউ চাই না সীমান্তে নিরীহ কোনো মানুষ মারা যাক। আমরা এর একটি সমাধান খুঁজছি।”
তিনি বলেন, “পুলিশ বাহিনীর জন্য একটি স্বতন্ত্র এয়ার ইউনিট করা হবে। এর অংশ হিসেবে অচিরেই পুলিশে হেলিকপ্টার যোগ হচ্ছে। ইতোমধ্যে হেলিকপ্টার কেনার জন্য প্রস্তাব দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে। পুলিশ বিভাগ স্বতন্ত্রভাবে নিজরাই এ এয়ার ইউনিট পরিচালনা করবে।” পুলিশকে এ জন্য প্রশিক্ষণও দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।