ঝালকাঠি,বর্তমানকণ্ঠ ডটম: সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলায় সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান লিটনকে গ্রেফতার করেছে দুদক।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে শহরের বিকনা এলাকার বাড়ি থেকে তাকে পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে দুদকের কর্মকর্তারা। দুপুর ১২টার দিকে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক এইচ এম কবির হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান থাকাকালীন সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান লিটন ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত বিভিন্ন প্রকল্প থেকে ৬ মেট্রিকটন চাল আত্মসাৎ করেন। ২০১৩ সালের জুলাই মাসে পানি উন্নয়ন বোর্ডের দেয়া ভূমি উন্নয়ন করের ৩ লাখ ৯৪ হাজার টাকার চেক নিজের অ্যাকাউন্টে জমা দিয়ে টাকা আত্মসাৎ করেন তিনি। এছাড়াও ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত কাবিখার একটি প্রকল্প থেকে ৮৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে তিনটি মামলা দায়ের করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জসীম উদ্দিন গাজী বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় একই দিনে এই তিনটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে লিটন পলাতক ছিল।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল দুদকের সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন ঝালকাঠি থানা পুলিশের সহযোগিতায় লিটনকে গ্রেফতার করেন। এ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা সবই দুদকের, পুলিশ শুধু আসামি গ্রেফতারে সহযোগিতা করেছে।